শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যুক্তরাষ্ট্রে মুসল্লিদের শিরোচ্ছেদের হুমকি সাবেক মার্কিন সেনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

us1 copyআওয়ার ইসলাম : এক মার্কিন সাবেক সেনা আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াতাগায় অবস্থিত একটি মসজিদে বিদ্বেষপূর্ণ ভয়েসমেইল রেখে এর মুসল্লীদের হুমকি দিয়েছেন। মুসলমানরা মসজিদটিতে নামাজ পড়তে গেলে তাদের সবাইকে শিরোচ্ছেদ করা হবে বলে হুমকি দেন তিনি।

এবিসি নিউজের সূত্রে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভয়েসমেইলের শুরুতে তিনি নিজের পরিচয় দিয়ে বলেছেন, 'এই মসজিদের সকল মুসলমানের প্রতি এ বার্তা। আমি ওয়াতাগায় বাস করি। আমি মার্কিন সেনাবাহিনীর এক সাবেক সদস্য।' এরপর ওই ব্যক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘ বিদ্বেষপূর্ণ বক্তৃতা করেন।

তিনি বলেন, 'আমরা তোমাদের সবাইকে শিরশ্ছেদ করবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছ? আবার শুনে রাখো, তোমাদের সবাইকে।' তিনি আরো বলেন, 'আমার মতো আরো বহু সেনা ভারী অস্ত্র নিয়ে তোমাদের অতি কাছেই রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড শুরু করতে তারা প্রস্তুত হয়ে আছে।'

গত ৩০ জুলাই টেক্সাসের মসজিদ আল-সাহাবায় রেখে আসা ওই ভয়েসকলের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সহযোগিতা করছে বলে জানা গেছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ