শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ধানমন্ডির তাকওয়া মসজিদের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

takwaআওয়ার ইসলাম: রাজধানী ঢাকা ধানমন্ডি মাসজিদ উত-তাকওয়া সোসাইটির পক্ষথেকে সিরাজগঞ্জ, কুড়িগ্রামে বন্যার্ত অসহায় মানুষের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়।গত ৬ আস্ট বর্নাদুর্গত এলাকায় এসব ত্রাণ পৌছানো হয়।

ত্রাণ সামগ্রী নেয়ার কাজে অংশগ্রহণ করেন তাকওয়া মাসজিদের সম্মানিত ইমাম ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন 'ঐশীস্বর' চেয়ারম্যান মাওলানা আব্দুল হাফিজ মারুফ। এবং প্রতিষ্ঠাতা পরিচালক পরিচালক, মুফতি ওমর ফারুক সাহিল-সহ অন্যান্যরা।

ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয় স্থানীয় জেলাপ্রশাসক কার্যালয়ে। সেখান থেকে দুর্গত এলাকার ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় চাল, ডাল, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, শুকনো খাবার বিস্কুট, বিশুদ্ধ পানির বোতল-সহ এক একটি প্যাকেট।

এ উদ্যোগে সাধ্যমত সবাইকে অংশগ্রহণ করার আহবান এখনো অব্যাহত আছে মাসজিদ উত-তাকওয়া সোসাইটি কমিটির পক্ষথেকে। খুব শিঘ্রই আবারও যাওয়ার প্রস্তুতি চলছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে।

takwa2

আরআর


সম্পর্কিত খবর