মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


১০৮ বছর পুরনো কাবার ছবি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

news-1470568825-3074_large copy

আওয়ার ইসলাম: সৌদি সরকার তাদের কাছে থাকা কাবা শরিফের পুরনো ও দুর্লভ এক ছবি প্রকাশ করেছে। ছবিটি নিয়ে আরব দুনিয়ায় আলোচনার ঝড় বইছে। এটি দেখার জন্য মুসলিমদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে।

দেশটির আরবি দৈনিক আল আযল জানিয়েছে, ছবিটি এখন থেকে ১০৮ বছর আগের তোলা। সৌদি সাংস্কৃতিক পরিষদের শাহ আবদুল আজিজ চলতি সপ্তাহে ছবিটি প্রকাশ করেন।

বিশ্লেষকদের ধারণা, কাবা শরিফের এটিই সবচেয়ে পুরনো ছবি।

মসজিদে হারামের বিরল এই ছবিতে দুটি মিনার এবং কাবা ঘরকে সহজেই দেখা যাচ্ছে। পাশের বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে পরিস্কারভাবে। ছবিটি সে সময়ে তোলা যখন সৌদিতে তেলের খনিও আবিষ্কার হয়নি।

সাংস্কৃতিক পরিষদ বলেছে, মুসলমানরা খানায়ে কাবার প্রতি সর্বোচ্চ ভালোবাসা রাখে। এমন কোনো মুসলিম নেই যিনি কাবা ঘরের প্রতি দুর্বল নন। কাবার প্রতি মানুষের আকর্ষণ বাড়াতেই এই ছবি প্রকাশ করা হয়।

এফএফ


সম্পর্কিত খবর