মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


বন্ধু দিবসের ৫ ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

friends

বন্ধু তুমি একটু ভাবো

মুনীরুল ইসলাম

বন্ধু তুমি লিখবে শুধু
ফুল-পাখিদের ছড়া
শিখবে শুধু কল্পকথা
চড়কা বুড়ির পড়া?
বন্ধু তুমি গাইবে শুধু
অসার প্রেমের গান
নাইবে শুধু সুখ-সাগরে
করবে কলতান?
বন্ধু তুমি দেখবে শুধু স্বপ্ন রাঙা রাঙা
শেখবে শুধু রঙ-অভিনয়
কালের গড়া-ভাঙা?

বন্ধু তুমি শুনবে শুধু পাখির মধুর ডাক
গুনবে শুধু হাওয়াই চড়ে
দেশ-বিদেশের বাঁক?
বন্ধু তুমি একটু ভাবো
পথকলিদের জন্য
নিজকে গড়ো সত্যিকারের
মানুষ রূপে গন্য

তুই যে ছিলি

আমিনুল ইসলাম হুসাইনী

তুই যে ছিলি নীলাভ আকাশ
আমি মেঘের ভেলা
কিম্বা ধর ফাগুন মাসের
হাজার ফুলের মেলা।

তুই যে ছিলি স্বস্তি মনের
বলতে পারা কথন
যে যায় ভাবুক তুই ভাবতি
আমার মনের মতন।

আমরা দু'জন বন্ধু ছিলাম
মনের সুতোই বাধা
মন মিনারের ভেতর বাহির
পবিত্র রঙ সাদা।

কিন্তু যে তুই  হঠাৎ করে
চলে গেলি দূরে
স্মৃতিরা সব কাঁদছে তাই আজ
বিষাদের ওই সুরে।

প্রকৃত বন্ধু

আবদুল হাকিম

বন্ধু আমার স্বপ্ন বোনার মাঠে সফল চাষি
সুখে-দুঃখে সদাই মুখে দেয় এনে দেয় হাসি
আঁধার মাঝে দ্বীনের পথে তুলল আমায়
টেনে
কেমনে জীবন করব গঠন কুরান-হাদিস
মেনে।
রোদ-বাদলে বন্ধু তোলে আমার মাথায়
ছাতি
গভীর রাতে প্রদীপ হাতে দেয় জ্বালিয়ে
বাতি।
উপবাসে বন্ধু এসে আহার যোগায় মুখে
চলার পথে সব বিপদে সাহস বাড়ায় বুকে।
তুফান-ঝড়ে বন্ধু ধরে আমার ঘরের
খুঁটি
রাগ করে না পিছ ছাড়ে না শক্ত মোদের
জুটি।

বন্ধু মানে

আনিস আরমান

বন্ধু মানে ভালোবাসা
উজাড় করে মন
বন্ধু মানে পাশে থাকা
সারাটা জীবন।

বন্ধু মানে কাছে আসা
দু’টি মনের টান
বন্ধু মানে বিলিয়ে দেয়া
আপন মনও-প্রাণ।

বন্ধু মানে মনের কোণে
একটুখানি সুখ
বন্ধু মানে ভাগাভাগি
হাজার কষ্ট, দুখ।

বন্ধু মানে আর কিছু নয়
দুটি মনের মিল
বন্ধু মানে কাছে আসা
উজাড় করা দিল।

বন্ধু মানে মনে প্রাণে
একটু খুশির ঢল
বন্ধু মানে চলার পথে
পাওয়া মনোবল।

বন্ধু মানে হাসির ছলে
দুষ্ট অভিমান
বন্ধু মানে একই সুরে
গাওয়া নতুন গান।

বন্ধু মানে এগিয়ে চলা
হাতে রেখে হাত
বন্ধু মানে দমন করা
ঘাত বা প্রতিঘাত।

বন্ধু মানে ফুল বাগানে
একটা সুখের নীড়
বন্ধু মানে মুক্ত আকাশ
সুখ পাখিদের ভিড়।

বন্ধু মানে জীবন নদে
শান্তি সুখের ঢেউ,
বন্ধু মানে ফুল কাননে
হুর পরী বা দেও।

আজও ভালোবাসি

সাবিলা ইয়াছমিন মিতা

কলেজ জীবন মধুর কত
দিচ্ছে মনে দোলা,
বন্ধু তোদের স্মৃতিগুলো
যায়নি আজও ভোলা।

অপেক্ষাতে দাঁড়িয়ে থাকা
কলেজের ঐ গেটে,
ছুটির পরে আড্ডা দেওয়া
দল বেঁধে পথ হেটে।

রাস্তার মোড়ে বাদাম খাওয়া
আরো হাসা হাসি,
বন্ধু তোদের মনের ঘরে
আজও ভালোবাসি।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ