বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


এলাকাবাসীর পিটুনিতে পুলিশ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pulice2

নারায়নগঞ্জ: পুলিশের ধাওয়ায় এক যুবকের মৃত্যুর জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণপিটুনিতে আরিফ নামের এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার বিকালে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে, এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে দেখে সন্দেহ হলে তল্লাশি করে।এসময় পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এর জের ধরে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে কনস্টেবল আরিফকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় এএসআই ফখরুল পালিয়ে নিজের জীবন রক্ষা করতে সমর্থ হন। পুলিশ আরিফের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।

সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের গণমাধ্যমকে জানান, বিকাল ৬টার দিকে সোনারগাঁও থানার এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার রাইজদিয়া এলাকাতে আবদুল মতিন নামে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল মতিন দৌড়ে পালানোর সময় দুর্ঘটনাক্রমে একটি পুকুরে পড়ে ডুবে মারা যায়।

তবে স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ