বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‌‘শিশুকে পায়ূপথে বাতাস ঢুকিয়ে হত্যা চরম নৃশংস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

timthumbনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ রূপগঞ্জের যাত্রামুড়ায় জোবায়দা স্পিনিং মিলের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ূপথে হাওয়া ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান বলেছেন, শ্রম আইন অনুযায়ী শিশুশ্রম নিষিদ্ধ হলেও অল্প টাকায় শিশু শ্রমিক নিয়োগ দিয়ে অনেক মিল-ফ্যাক্টরী পরিচালনা করে আসছে। তারা বলেন, এভাবে একজন শিশুকে পায়ূপথে বাতাস ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। নেতৃদ্বয় অবিলম্বে এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল হোতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃদ্বয় আরও বলেন, এরপূর্বেও খুলনায় একজন শিশু শ্রমিককে এভাবে পায়ূপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছিল। হত্যাকারীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে রক্ষা পেয়ে যাওয়ায় এধরণের হত্যাকান্ড মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, শ্রেণি বৈষম্য দূর না হলে মালিক-শ্রমিকের সুসম্পর্ক কখনো গড়ে উঠবে না। আর মালিক-শ্রমিকের সুসম্পর্ক ছাড়া কাম্যমানের উৎপাদন সম্ভব নয় এবং সম্ভব নয় এধরণের হত্যাকান্ড প্রতিহত করাও। এ লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন মালিক-শ্রমিক সংঘর্ষ নয়, বরং সুসম্পর্ক স্থাপনের সেতুবন্ধনের কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও উৎপাদনের স্বার্থে মালিক-শ্রমিকের সমন্বিত উদ্যোগ গ্রহণ একান্ত প্রয়োজন। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই উৎপাদনের সকল ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন আনতে পারে। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান।


সম্পর্কিত খবর