বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশে বিশেষ টিম পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaঢাকা: বাংলাদেশে এনএসজি নামের বিশেষ বাহিনী পাঠাচ্ছে ভারত। এই টিম বাংলাদেশের সন্ত্রাসী হামলার তদন্তসহ সন্ত্রাস ঠেকাতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানা গেছে। খবর এনডিটিভি

বৃহস্পতিবার বাংলাদেশের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের প্রবেশ পথে সন্ত্রাসীদের বোমা হামলায় ৪ জন নিহত হয়। এর আগে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ২২ জন নিহত হয়।

এই দুটি ঘটনার বিশেষ তদন্তের জন্য ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাংলাদেশে যাবে।

কর্মকর্তারা বলছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কর্মকর্তাদের একটি দলকে সরকার ঢাকায় যাওয়ার অনুমোদন দিয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষভাবে অবস্থা বোঝার জন্য এনএসজির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশের পক্ষ থেকে ওই অনুরোধকে মেনে নেয়া হয়েছে।

খবরে বলা হয়, বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যেই ভারতীয় গোয়েন্দাবাহিনীকে ঢাকায় যাওয়ার জন্য সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে সমন্বয় রেখে এনএসজি কর্মকর্তারা সন্ত্রাসী হামলার কিনারা করতে চাচ্ছেন। তারা কিশোরগঞ্জ থেকে বিস্ফোরণের নমুনা ও প্রমাণ সংগ্রহ করবেন।

 

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ