শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘এ হামলা ইসলামের বিরুদ্ধে চক্রান্তেরই অংশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir-chormonai-446x250নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মো: রেজাউল করীম ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ঈদের জামাতে আসা মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলা কোন সুস্থ্য বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্তেরই অংশ। এ ধরনের হামলা ইসলাম কখনও সমর্থন করে না। তিনি হামলাকারী যুবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা যে পথে চলছো সেটা ইসলামের পথ নয়। তোমাদেরকে কোন ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থে বিপথে পরিচালিত করছে। ইসলামের পথে যদি চলতে চাও তবে ওলামায়ে কেরামের পরামর্শ মেনে চলো। এসব মানবতাবিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহবান জানান তিনি।

পীর সাহেব চরমোনাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও মুল হোতাদের ধরে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি হামলায় নিহত কর্তব্যরত পুলিশ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থ্যতার জন্য দোয়া করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ