বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মেট্রোরেলের কাজ শুরু আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

metto relঢাকা : রাজধানীবাসীর বহু কাঙ্ক্ষিত মেট্রোরেল নির্মাণের অংশ হিসেবে রোববার এর ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উদ্বোধনের মাধ্যমে মেট্রোরেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

শুক্রবার (২৪ জুন) রাতে মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী রোববার (২৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপো এলাকায় ল্যান্ড ডেপেলপমেন্ট (ভূমি উন্নয়ন) কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন।’

এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন।

মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘২০১৯ সালের মধ্যে রাজধানীবাসীর জন্য মেট্রোরেল চলাচল শুরু করবে। সেই লক্ষ্য নিয়ে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করে যাচ্ছি।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ