বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নারীদের জন্য হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

swআবদুল্লাহ বিন রফিক : সৌদি আরব শহর বারিদায় নারীদের জন্য বিশেষ হোটেল স্থাপন করা হয়েছে। এই হোটেলের ব্যবস্থাপক থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবাই নারী। আবার প্রবেশাধিকারও সংরক্ষিত। নারীরাই কেবল সেখানে যেতে পারবেন; পুরুষদের যাওয়ার অধিকার নেই।

রেস্টুরেন্টের মালিক জানিয়েছেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রথম দিন থেকেই ভোক্তাদের জন্য রকমারি আইটেমের খাবারের পরিবেশন করে আসছি। নারীদের উৎসাহ এবং তাদের আস্থা ও আগ্রহ দেখেই আমরা এতে আরও বেশি অনুপ্রাণিত হয়েছি ।

তিনি আরও বলেন, আমাদের গ্রাহক তো কেবল নারীরাই তবে চাইলে পুরুষরাও পার্সেল ডেলিভারি সিস্টেমে খাবার সংগ্রহ করতে পারেন। আমরা গ্রাহকদের জন্য সব ধরনের খাবার সরবরাহ করে থাকি।

রেস্টুরেন্টের মালিক আরও জানাচ্ছিলেন, এই রেস্টুরেন্টের কারণে যেসব গৃহিনী সরকারি বিভিন্ন শাখায় কাজ করতে আগ্রহী নন তারাও নিজেদের যোগ্যতা ও কর্মদক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেখে বিভিন্ন নারীরা এখন এই রেস্টুরেন্ট পরিচালক সহ কর্মরত সকল নারীদেরই সাধুবাদ জানাচ্ছেন। আর সবচে’ বড় কথা হলো, এভাবে নারীরা সামনে অগ্রসর হওয়ার একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছে।

সৌদি নারীরা যে দক্ষ এবং সবকিছু করার যোগ্যতা আছে তারও একটা বড় প্রমাণ এই রেস্টুরেন্ট।

সূত্র : উর্দুপয়েন্ট ডটকম


সম্পর্কিত খবর