শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ওমরাহ হাজিরাই মক্কা শরিফের চত্ত্বরে নামায পড়তে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

makkaএম রবিউল্লাহ : পবিত্র মাহে রমজানে শুধু ওমরাহ পালনকারীরাই মক্কা শরিফের চত্ত্বরে নামায পড়তে পারবেন। সেই সঙ্গে নামাজ আদায়ের পরপরই মক্কার দর্শনার্থী ও ওমরাহ পালনকারীদের মাতাফ এলাকা ত্যাগের পরামর্শ দিয়েছেন মক্কার গর্ভনর খালিদ আল ফয়সাল। মাতাফ এলাকায় সর্বসাধারণের ভিড়ে ওমরাহ পালনকারীদের নামাজ আদায়ে কষ্ট হওয়ার কারণে নতুন করে এ নির্দেশনা দেওয়া হয়।

এক টুইটার বার্তায় তিনি বলেন, নামাযের সময় মাতাফে অনেক ভিড় হয়। তাতে ওমরাহ করতে আসা হাজিরা ভোগান্তিতে পড়ে। তাওয়াফে হাজিদের ওমরাহ করতে ও আসাদের গ্রান্ড মসজিদের চত্ত্বরে নামাজের সুযোগ দিতে হবে। তাই রমজানে সর্বসাধারণের গ্রান্ড মসজিদ চত্ত্বর ছাড়া উচিত।

গভর্নর আরো জানান, গ্রান্ড মসজিদের অভ্যন্তরীণ করিডোরে ও উত্তরে বর্ধিত উপরের ফ্লোরে নামাযের জন্য অনেক জায়গা আছে সেখানে নামায পড়ার সুযোগ রয়েছে। শুধু ওমরাহ পালনকারীরা গ্রান্ড মসজিদদের চত্ত্বরে নামায পড়তে পারবেন। আরব নিউজ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর