শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আমরা কি তাহলে মিশরের কেউ নই?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

misorওয়ালি খান রাজু : মুসলমানদের পবিত্র মাস রমজান। এই রমজানে মিশরে চলছে তীব্র পানির সংকট। দেশটির দক্ষিনাঞ্চলে এই সংকট প্রকট আকার ধারন করেছে।

জানা যায়, সারাদিন রোজা রেখে মিশরীয় মুসলিমরা ইফতার ও সাহরিতে তাদের প্রয়োজনীয় পানি পাচ্ছেন না, অনেক স্থানে অজুর জন্যও পানি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসি সরকারের পতনের পর সামরিক শাসিত সিসি নেতৃত্বাধীন মিশরে খাদ্য মূল্যও চড়াও আকার ধারণ করেছে। মিশরের কেন্দ্রীয় ব্যাংক জানায়, খাদ্যের দাম গত বছরের তুলনায় ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মিশরের উত্তরাঞ্চলের আল দাখালিয়া প্রদেশের বাসিন্দা মোহাম্মাদ আল সাইদ
স্থানীয় সংবাদ মাধ্যম মাসর আল আরাবিয়াকে জানান, প্রেসিডেন্ট সিসি নাকি চিরজীবী মিশরের কামনা করেন আর এদিকে আমাদের শিশুরা পানির পিপাসায় মারা যাচ্ছে! তাহলে আমরা কি মিশরের কেউ নই?

মুসলিম ব্রাদারহুডসহ মিশরের বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন দাতব্য সংগঠন, এবং মানবাধিকার সংগঠনসমূহ পানি সংকট, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির জন্য ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করেছে এবং অতি দ্রুত এসব সমস্যা সমাধানে তৎপর হতে সরকারকে তারা আহ্বান জানায়।
সূত্র : মিডল ইস্ট আই


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ