মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইসলামিক এয়ার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2F8AF2AC00000578-3368634-image-a-2_1450692167524 copyআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া সরকার দেশটির প্রথম ইসলামিক এয়ারলাইন্সের চলাচল নিষিদ্ধ করেছে।

নিয়মকানুন ভঙ্গের অভিযোগে রায়ানি এয়ার নামের ওই সংস্থাটির এই ব্যাবস্থা নেয়া হয়েছে।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, ‘নিরাপত্তা এবং প্রশাসনিক পর্যালোচনার পর তারা রায়ানি এয়ার নামের সংস্থাটির লাইসেন্স বাতিল করেছেন।’

রায়ানি কার্যক্রম শুরু করেছিল গত ডিসেম্বরে। হালাল খাবার, মদ বিহীন আর রক্ষণশীল পোশাকের কর্মীদের নিয়ে গত ডিসেম্বরে যাত্রা শুরু করে সংস্থাটি।

লংকাউয়ি থেকে কুয়ালালামপুর আর কোটা বেহরু শহরে সংস্থাটির বিমান চলাচল করতো।

সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর