শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সাইফ সিরাজ-এর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 325

 

 

 

 

চাঁদের নিকটতম নক্ষত্রমুখ

প্রান্তিক বলে ডোবায় ঠেলেছো
প্রতিবাদ করিনি। প্রবল সন্নাসী হয়ে
আশির্বাদ করে গেছি অবিরাম
ক্ষোভের ভেতরে লালন করেছিলাম
ডোবার পাহারভাগ্যের প্রার্থনা
যেমন করে তোমার নারীত্বের সবক
পেয়েছিল প্রতিটি অঙ্গের চোখ।

প্রতিটি উপেক্ষার পরেই তুমি
নতুন সক্ষমতার গল্পে ডুবে যাওয়ার
কসরতে, আমার মত হওয়ার
আকুল প্রত্যাশায় নিজেকে হারাতে
তুমিত্বের সর্বস্ব বিলিয়ে দিয়ে
নতুন ক্ষমতার লোভে ভালোবাসার
সব আয়োজনেই বাণিজ্যের
পণ্যময় আভিজাত্যের খেলা-মাঠে
তুমিত্ব খুঁজেছো আমার মাঝে।

নিরস সম্পর্কে সরস কথাগুলো
কিংবা আপসের প্রশ্নে এলে যুদ্ধ-যুদ্ধ
কথার স্ফুলিঙ্গ উড়িয়ে দেওয়ার
কথাগুলোকেই বানিয়েছো অধিকার
আর আমাকে করেছো বঞ্চিত
সকল রোমান্টিসিজমের আলোময়
সম্পর্কের মোহময় মায়া থেকে।

তখনও প্রান্তিক আমার ভেতর
প্রেমের প্রাগৈতিহাসিক আবেদনের
চূড়ান্ত প্রত্যাশা তোমাকে ঘিরে
আর তুমি সমগ্র সত্তায় লিখে নিলে
মুক্তির এক অলিক ইশতেহার
আমি প্রেমার্ত সঙ্গীতের সুর চিনিয়ে
কঠোর তুমিত্বে যখন মগ্ন হয়ে
খুলে দিতে গেলাম আড়ালের দুয়ার
ততক্ষণে তোমার প্রোজ্জ্বলিত
আমিত্বের আগুনে ছাই হলাম আমি
অথচ সে খবর নেই কোথাও।

সবশেষে তোমার পাথরিক
চেতনার অন্দরে নেমে এলো জলজ
আঁধারের কিছু রাত্রি নীরব।
আমার প্রেমের ক্যানভাসে তোমার
হৃদয়ের মানচিত্র এঁকে দিয়ে
বললে, প্রেমের আলাপণে বিপরীত
মেরুতেই কথা বলে নারীকুল
প্রবল ধিক্কারে গভীর ভালোবাসার
লুকানো দীর্ঘশ্বাস দুর্গম বলেই
পথ হারায় জগতের প্রেমিক নবীন
গড়ে ওঠে পাষানীর উপাখ্যান।

প্রেমের সূত্রাবলি নতুন খাতায়
লিখে রেখে শাসনের আঘাতেও সুখ
পেয়ে প্রতিদিন ভালোবাসায়
জেগে ওঠেছে পৃথিবীর প্রয়োজন সব
পুরুষ থেকে প্রেমিক হয়েছি
আর প্রান্তিক থেকে হয়ে গেছি আমি
চাঁদের নিকটতম নক্ষত্রমুখ!

আওয়ার ইসলাম টোযেন্টিফোর ডটকম / এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ