শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইফতারে প্যারিসে ফ্রি স্যুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

39628-hotsourchickenmushroomsoup copyআওয়ার ইসলাম ডেস্ক: ‘উনে শোরবা পোউর তুস’ (সবার জন্য খাদ্য) নামের একটি মুসলিম দাতব্য সংস্থার উদ্যোগে এই রমজানে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইফতারের সময় ফ্রি চিকেন স্যুপ বিতরণ করা হবে।
মুসলিম এই দাতব্য সংস্থাটি সারা বছরই দরিদ্রদের ফ্রি খাবার খাওয়ায় ৷ সাধারণত প্রতিদিন সাতশ’ মানুষকে খাবার খাওয়ানো হয়। রমজানে এই সংখ্যা বেড়ে দুই হাজারে পৌঁছে।
ফ্রি চিকেন স্যুপ বিতরণের জন্য এরমধ্যে প্যারিসের এ্যারোনডিসমেন্ট এলাকায় সংস্থাটি একটি বিশাল তাঁবু টাঙিয়েছে। প্রতি বছরই এখানে ইফতারের আয়োজন হয়। ইফতারের সময় বিভিন্ন এলাকার মুসলমানরা এখানে এসে সমবেত হন। ইফতারের মেন্যুতে বিভিন্ন স্বাদের প্রায় ডজনখানেক আইটেম থাকে৷ রোজাদার মুসলিমরা ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতার মাহফিলে খেতে আসেন।
স্বেচ্ছাসেবক হিসেবেও অমুসলিম অনেকে কাজ করেন। তবে তাদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি৷

আওয়ার ইসলাম ২৪ ডট কম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ