শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সংযুক্ত আরব আমিরাতে দোহার নবাবগঞ্জবাসীদের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘুমন্ত জন প্রতিনিধি ও ঘুমন্ত সরকারকে জাগিয়ে তুলতে আমাদের আন্দোলন চলতে থাকবে"। পদ্মার ভয়াবহ ভাঙনের হাত থেকে দোহার মানিকগঞ্জের মানচিত্র রক্ষার দাবিতে চলমান তরুণ প্রজন্মের আন্দোলনের সাথে একাত্ততা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্খানরত দোহার নবাবগঞ্জবাসীদের উদ্বেগে এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সভাপতি, প্রকৌশলী আব্দুল কদ্দুছ ও আজিজুল হক বোরহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্ত্বব্য রাখেন আবু তাহের মুহাম্মদ কামরুজজামান,আব্দুল আলীম,আব্দুল জাব্বার,শেখ আব্দুল করিম,প্রকৌশলী জিল্লুর রহমান,মুহাম্মদ আজহার আলী,মুহাম্মদ পলাশ মোল্লা। বক্তারা বলেন,দোহার বাসীদের উদ্বাস্ত হবার হাত  থেকে রক্ষা করুন, স্থায়ী বাঁধের ব্যবস্থা করুন। দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন।তাদের স্লোগান ছিল"থাক যদি ঘুমিয়ে,দোহার যাবে হারিয়ে।"

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জুয়েল আহমদ পার্থ,মোতাহার হোসেন, সিরাজুল হোসেন, আবুল কালাম, হুমাইয়ুন কবির, টিপু সিকদার, আশরাফুল ইসলাম, রবিউল খান, রুবেল হোসেন, কালাম মাহমুদ, আজিজুল ইসলাম ও মনজুরুল ইসলাম।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ